Download our app

Download our App Click here

Ticker

6/recent/ticker-posts

Download our app

হাঁস-মুরগির কলেরা

 হাঁস-মুরগির কলেরা

এটি ব্যাকটেরিয়াজনিক অতি সংক্রামক একটি রোগ।

লক্ষণঃ


পাতলা সবুজ পায়খানা হয়। আক্রান্ত হাঁস-মুরগির হাঁটু ও মাথা ফুলে যায়। মুরগির মাথার ঝুটি ও কানের লতি নীলাভ রং ধারণ করে। তীব্র প্রকৃতির ক্ষেত্রে হঠাৎ মারা যায়। অনেক সময় কিছু দিন ভোগার পর মারা যায়।

প্রতিরোধ ও নিয়ন্ত্রনঃ

আক্রান্ত হাঁসকে আলাদা করে চিকিৎসা করতে হবে। বাসস্থান, খাবার ও পানির পাত্র পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। নিয়মিত প্রতিষেধক টিকা দিতে হবে। তবে এ প্রতিষেধক টিকায় সাধারণত ৫০% এর বেশী ফল পাওয়া যায় না। প্রথম দিকে চিকিৎসায় দ্রুত ফল পাওয়া যায়।

চিকিৎসাঃ

সালফানামাইড গ্রুপের ঔষধ বা এন্টিবায়োটিকের মধ্যে পেনিসিলিন বা ষ্ট্রেপটোমাইসিন বা ঊভয়ই সম্মিলিতি ভাবে নির্ধারিত মাত্রায় ব্যবহার করা যায়।


source=http://old.dls.gov.bd/e_Livestock/Hash_Morgir_Rog.php

Download our app

Download our app

Download our App Click here