Download our app

Download our App Click here

Ticker

6/recent/ticker-posts

Download our app

ব্রয়লার মুরগির ওজন বাড়ানোর কিছু কৌশল


ব্রয়লার মুরগির ওজন বাড়ানোর কিছু কৌশল খামারিদের জেনে রাখা দরকার। দেশে মাংসের চাহিদা পূরণে বর্তমান সময়ে খামারে ব্যাপকহারে ব্রয়লার মুরগি পালন করা হচ্ছে। ব্রয়লার পালনে কিছু কৌশল অবলম্বন করলে সহজেই মুরগির ওজন বৃদ্ধি করে লাভবান হওয়া যায়। আজ আমরা জানবো ব্রয়লার মুরগির ওজন বাড়ানোর কিছু কৌশল সম্পর্কে 

১। খামারের বাচ্চা উঠানোর আগে খামার ভালো করে পরিষ্কার ও জীবাণু মুক্ত করে নিতে হবে। এতে মুরগির কমে যায় এবং মুরগির দ্রুত বৃদ্ধি হয়ে ওঠে।

২। বাচ্চা খামারে প্রবেশে ৪৫ মিনিট পূর্বে জীবাণু ও নাশক স্প্রে দিয়ে ভিতরে ভালোভাবে স্প্রে করে জীবাণু মুক্ত করে নিতে হবে। মুরগির বাচ্চা ব্রুডারে ছাড়া 30 মিনিট আগে প্রাণীর ড্রিকার দিতে হবে।

৩। বয়লার একদিন বয়সের বাচ্চার ওজন ৩৬ গ্রাম হতে হবে। বাচ্চা শারীরিকভাবে সুস্থ থাকতে হবে।

৪। ব্রয়লার খামারে যাতে সবসময়ই আলো প্রবেশ ও বায়ু চলাচল করতে পারে সেই ব্যবস্থা করতে হবে।

৫। খামারে ব্রয়লার মুরগির লিটার সবসময় শুকনো রাখতে হবে। খামারের লিটার ভালো হলে মুরগি ভালো থাকবে। এজন্য নিয়মিত মুরগির লিটার পর্যবেক্ষণ করতে হবে। আর প্রয়োজন হলে লিটার পরিবর্তন করে দিতে হবে।

৬। ১৫ দিন বয়সের মধ্যে মুরগি গ্রাডিং শেষ করতে হবে। ১৮ দিন বয়সে গ্রথ আসার জন্য গুরের পানি খাওয়াতে হবে। ২০ দিন অতিবাহিত হলে মুরগি ফ্লাসিং করতে হবে। ২৫ দিন পর হইতে মাদি এবং ছোট মুরগি বিক্রি করতে হবে।

৭। ব্রুডিং এ তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখতে হবে এবং দুই ব্যাচের মধ্যে ১৫ দিন বিরতি দিতে হবে।

৮। খামারের মুরগিগুলোকে যথাসময়ে ভ্যাকসিন প্রয়োগ করতে হবে। যে কোনো ঔষধ ব্যবহারকালে সেই ওষুধের মেয়াদ আছে কিনা তা ভালোভাবে দেখে নিতে হবে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে। 

Download our app

Download our app

Download our App Click here