Download our app

Download our App Click here

Ticker

6/recent/ticker-posts

Download our app

ডাক প্লেগ

 ডাক প্লেগ

এটি হাঁসের ভাইরাস জনিক একটি মারাত্মক রোগ। সাধারণতঃ প্রাপ্ত বয়স্ক হাঁসের এ রোগে হয়। এ রোগে মৃত্যুহার বেশী।

লক্ষণঃ


আক্রান্ত হাঁস খুড়িয়ে হাঁটে এবং সাঁতার কাটতে চায় না। সবুজ রংয়ের পাতলা পায়খানা করে। পানি পিপাসা বৃদ্ধি পায়। মৃত্যু হার ক্ষেত্র বিশেষে ১০০% পর্যন্ত হতে পারে।

প্রতিরোধ ও নিয়ন্ত্রনঃ

বাসস্থান, খাবার ও পানির পাত্র পরিস্কার রাখতে হবে। আক্রান্ত হাঁস আলাদা করে রাখতে হবে। রোগ দেখা দেয়ার পূর্বে নিয়মিত টিকা দিতে হবে।

চিকিৎসাঃ

এ রোগের কার্যকরী কোন চিকিৎসা নাই।

source=http://old.dls.gov.bd/e_Livestock/Hash_Morgir_Rog.php

Download our app

Download our app

Download our App Click here