Download our app

Download our App Click here

Ticker

6/recent/ticker-posts

Download our app

বাচ্চা পরিবহনে করনীয়ঃ

বাচ্চা পরিবহনে করনীয়ঃ

 বাচ্চা পরিবহনে করনীয়ঃ

১। বাচ্চা আনার পর যদি বাচ্চা পুরোপুরি সুস্থ, সতেজ হয় তাহলে শুধু পানি দেয়া উচিত। গরমকালে ঠান্ডা পানি ও ভিটামিন "সি" দেয়া যেতে পারে। সুস্থ বাচ্চায় এন্টিবায়োটিক ব্যবহার করে কোন লাভ নেই বরং এতে বাচ্চায় স্ট্রেস পরে।
২। বাচ্চা আনার পর ডিহাইড্রেশন দেখা দিলে এবং ড্রপিং (পায়খানায়) প্রচুর পানি থাকলে স্যালাইন দিতে হবে। এ অবস্থায় গ্লুকোজ দেয়া ঠিক না। এতে ডিহাইড্রেশন বাড়তে পারে।
৩। বাচ্চা আনার পর যদি দেখেন বাচ্চা ঝিমাচ্ছে, অতিরিক্ত দূর্বল, মোভমেন্ট কম তাহলে গ্লুকোজ ও ভিটামিন "সি" দিতে হবে।
উল্লেখ্য, ব্রুডারে খাদ্য ও পানি রেখেই বাচ্চা ছাড়তে হবে। চাইলে একদিনের বাচ্চায় ভিটামিন এডিই বা মাল্টিভিটামিন দেয়া যেতে পারে। এতে কোন সমস্যা নেই। বরং বাচ্চা হস্তান্তর করার পরপরই বাচ্চা ছাড়া যাবে না, বাচ্চা ছাড়ার ২ ঘন্টা পর খাবার দিতে হবে, একদিনের বাচ্চায় ভিটামিন দেয়া যাবে না এগুলো সম্পূর্ণ ভুল তথ্য এবং পুরোনো অভ্যাস।

Download our app

Download our app

Download our App Click here