Download our app

Download our App Click here

Ticker

6/recent/ticker-posts

Download our app

ব্রয়লার মুরগির ঔষধ ও খাদ্য তালিকা

 

ব্রয়লার মুরগির ঔষধ ও খাদ্য তালিকা


মুরগি পালন গ্রাম ও শহর কম বেশি সর্বত্রই হয়ে থাকে ঘরোয়া ও বাণিজ্যিক ভাবে। মুরগি পালন একটি লাভ জনক ব্যবসা তখন হয় যখন উৎপাদন ঠিক রেখে খাদ্য এবং ঔষধ খরচ কমিয়ে নিয়ে আনা সম্ভব হয়। দেশি ও সোনালি মুরগির খাদ্যের চাহিদা প্রায় একই। এদের প্রোটিন ও ভিটামিন যোগাড় হয় বাড়িতে খাবার বানিয়ে খাওয়ানোর মাধ্যমে। ব্রয়লার মুরগির ক্ষেত্রে একটু আলাদা কারণ এদের প্রত্যেকটি দিনই গুরুত্বপূর্ণ।  কম সময়ে তাদের উৎপাদন শেষ করতে হয়। তাই সঠিক সময়ে প্রয়োজনীয় ঔষধ ,ভ্যাকসিন ,ভিটামিন ,প্রোটিন সরবরাহ করতে হয় তাহলে লাভবান হওয়া সম্ভব । 

কম সময়ে বলার মুরগি সঠিক উৎপাদনের জন্য খাদ্য ও ওষুধের তালিকা দেওয়া হল।  

খাবারের নাম বয়স (দিন) এনার্জি মান (KCal) প্রোটিন মান(%)
স্টার্টার ১-১০ ৩১০০-৩২৫০ ২২-২৩

গ্রোয়ার ১১-২৪ ৩০০০-৩১০০ ২০-২১
ফিনিশার ২৫- ৩৫ ২৯৫০-৩২০০ ২১-২২


এফ সি আর 1:1.8 কম হলেই ভালো।

অর্থাৎ 1কেজি 800 গ্রাম খাবার খেয়ে 1 কেজি ওজন উৎপাদন রাখা উচিত।


বয়স

ঔষুধ /খাবার

কতদিন

1 দিন

কোনো খাবার নয় ,শুধুমাত্র প্রতি লিটার পানিতে 10 গ্রাম ইলেকট্রাল বা গ্লোকোজ

1 দিন

2দিন থেকে  

প্রতিদিন এক বেলার পানিতে অক্সিটেট্রাসাইক্লিন 5গ্রাম প্রতি 100 বাচ্চা পিছু

4দিন

2দিন থেকে

প্রি স্টার্টার ম্যাশ 

10দিন

 

6দিন

রানীক্ষেত রোগের F1 টিকা নাকে 1ফোটা

 

1 দিন

11 দিন

প্রতিদিন এক বেলার পানিতে ভিটামিন AD3 দিতে হবে 5 মিলি প্রতি 100 বাচ্চা পিছু

3 দিন

 

11 দিন থেকে 

স্টার্টার ম্যাশ দিতে হবে 

20 দিন

 

15 দিন

গামবোরো রোগের টিকা মুখে ১ ফোটা

1 দিন

 

21 দিন

প্রতিদিন এক বেলার পানিতে ভিটামিন AD3 দিতে হবে 5 মিলি প্রতি 100 বাচ্চা পিছু

3দিন

 

25দিন

রানীক্ষেত রোগের ল্যাসোটা টিকা নাকে ১ ফোটা 

একদিন

31দিন

প্রতিদিন এক বেলার পানিতে ভিটামিন AD3 দিতে হবে 5 মিলি প্রতি 100 বাচ্চা পিছু

3দিন

31দিন থেকে

ফিনিশার ম্যাশ   

শেষদিন পর্যন্ত

 




Download our app

Download our app

Download our App Click here