মুরগি পালন গ্রাম ও শহর কম বেশি সর্বত্রই হয়ে থাকে ঘরোয়া ও বাণিজ্যিক ভাবে। মুরগি পালন একটি লাভ জনক ব্যবসা তখন হয় যখন উৎপাদন ঠিক রেখে খাদ্য এবং ঔষধ খরচ কমিয়ে নিয়ে আনা সম্ভব হয়। দেশি ও সোনালি মুরগির খাদ্যের চাহিদা প্রায় একই। এদের প্রোটিন ও ভিটামিন যোগাড় হয় বাড়িতে খাবার বানিয়ে খাওয়ানোর মাধ্যমে। ব্রয়লার মুরগির ক্ষেত্রে একটু আলাদা কারণ এদের প্রত্যেকটি দিনই গুরুত্বপূর্ণ। কম সময়ে তাদের উৎপাদন শেষ করতে হয়। তাই সঠিক সময়ে প্রয়োজনীয় ঔষধ ,ভ্যাকসিন ,ভিটামিন ,প্রোটিন সরবরাহ করতে হয় তাহলে লাভবান হওয়া সম্ভব ।
কম সময়ে বলার মুরগি সঠিক উৎপাদনের জন্য খাদ্য ও ওষুধের তালিকা দেওয়া হল।
খাবারের নাম বয়স (দিন) এনার্জি মান (KCal) প্রোটিন মান(%)
স্টার্টার ১-১০ ৩১০০-৩২৫০ ২২-২৩
গ্রোয়ার ১১-২৪ ৩০০০-৩১০০ ২০-২১
ফিনিশার ২৫- ৩৫ ২৯৫০-৩২০০ ২১-২২
এফ সি আর 1:1.8 কম হলেই ভালো।
অর্থাৎ 1কেজি 800 গ্রাম খাবার খেয়ে 1 কেজি ওজন উৎপাদন রাখা উচিত।
Social Plugin